নেতাকর্মীদের উদ্দেশ্যে বেলায়েত হোসেন বুলু বলেন, যদি আপনাদের কারও কারণে বিএনপির সুনাম নষ্ট হয়, তাহলে সে যত বড় ত্যাগীই হোক না কেন আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে এক মিনিটও দেড়ি করবো না। ৭১ এর পরাজিত শক্তি, ২৪ এর পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিএনপি জনগণের দল। আমাদের সুখে দুখে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণ কষ্ট পায় এমন কোন কর্মকান্ড করা যাবে না। মনে রাখতে হবে জনগণের সাথে আপনার আচরণের উপর নির্ভর করছে বিএনপি’র ভবিষ্যৎ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে বায়েজিদ থানা স্বেছাসেবক দলের ‘কর্মী সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মী সভার প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বলেন, দীর্ঘ ১৬ বছর যেসকল নেতাকর্মী হাজারো নির্যাতনের পরও রাজপথে বিএনপির কথা বলেছেন। আমাদের নেতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের কথা বলেছেন। আপনাদের কথা শুনার জন্য, আপনাদের মূল্যায়ন করার জন্য আমাদের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন। স্বেচ্ছাসেবক নেতাকর্মী আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারাই এই থানায় আমাদের নেতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের প্রতিনিধি। জনগণের সাথে আপনার ভালো আচরণ, আপনার সুনাম মানেই বিএনপির সুনাম। দলের সুনাম মানেই জিয়াউর রহমানের সুনাম, খালেদা জিয়ার সুনাম, তারেক রহমানের সুনাম। এখানে উপস্থিত আমরা সবাই স্বেচ্ছাসেবক দল করি। স্বেচ্ছাসেবক এর অর্থ হচ্ছে স্বেচ্ছায় সেবা দেয়া। সুতরাং আপনাদের পাড়া মহল্লায়, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। সুখে দুখে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের সাথে ভালো আচরণ করতে হবে।
বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মফিজ উদ্দিন সুমন, ইঞ্জিনিয়ার শিমুল, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদ, এমদাদুল হক, আবু সুফিয়ান সুমন, সদস্য সোহাগ গাজী, মোহাম্মদ আমিন,আব্দুল খালেক, হুমায়ুন কবির, তারেক সিদ্দিকী মুন্না, হারেস উদ্দিন, ইকবাল, আলতাফ হোসেন অনিক,সোহাগ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংগঠক মোঃ মোদাচ্ছের, ফিরোজ মাহমুদ খোরশেদ আলম,ইলিয়াছ বাচ্চু, মোঃ শাহজাহান, দিদারুল আলম, মনির হোসেন, আবুল হোসেন, মোঃ বাবু,রহীম,জহির খান,হিমেল চৌধুরী, হান্নান, আহমেদ, সামাদ তালুকদার, আমিনুল ফরহাদ, গিয়াস উদ্দিন, বজলু শেখ, তুষার,শান্তু প্রমুখ সহ প্রমুখ।