ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ৮:২৩ অপরাহ্ন

শিরোনাম

বিএনপির সমাবেশে ভিডিও করতে গিয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু 

  • আপডেট: Sunday, January 25, 2026 - 6:46 pm

ডেস্ক রিপোর্ট।। চট্টগ্রামে বিএনপির সমাবেশে মিছিলের ভিডিও ধারণ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে সাইদুল ইসলাম চিশতী নামে ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় সমাবেশে আরও দুজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশস্থলে এ ঘটনা ঘটে। হতাহতরা হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে জানান চিকিৎসক।

সাইদুল ইসলাম চিশতী নগরের এনায়েত বাজার এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।

আহতরা হলেন- চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকার মো. করিমের ছেলে রাকিব, অন্যজনের নাম পাওয়া যায়নি।

জানা যায়, দুপুরে মিছিল নিয়ে যাওয়ার সময় সমাবেশের একটু পাশেই ভিডিও ধারণ করছিলেন ছাত্রদল কর্মী সাইদুল ইসলাম চিশতী। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। সমাবেশস্থল থেকে অসুস্থ আরও দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।