ঢাকা | অক্টোবর ২৯, ২০২৫ - ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম

বাবুছড়ায় বিজিবির উদ্যোগে মাদক ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

  • আপডেট: Wednesday, October 29, 2025 - 6:33 pm

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া আনন্দ বাজার এলাকায় মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুবেদার মো. গোলাম মোস্তফা।

সভায় বক্তারা মাদকদ্রব্য সেবনের কুফল, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং পুশ-ইন সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক করণীয় নিয়ে আলোচনা করেন। তারা সীমান্ত এলাকায় অপরাধ দমনে স্থানীয়দের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় ৪নং ইউনিয়নের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী, উদলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রায় শতাধিক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস পদাতিক বলেন,
“বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে জনগণের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”