ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৫ - ১২:৪৯ অপরাহ্ন

বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, মসজিদে হবে দোয়া

  • আপডেট: Friday, December 26, 2025 - 11:02 am

নিজস্ব প্রতিবেদক।। দেশে ফেরার দ্বিতীয় দিনে জুমার নামাজের পর জিয়াউর রহমানের সমাধি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর জিয়াউর রহমানের সমাধিতে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তারেক রহমান।

 

এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতাকর্মীরা। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।