ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ৩:০৭ পূর্বাহ্ন

বান্দরবান- ৩০০ নং আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাচিং প্রু জেরী

  • আপডেট: Monday, November 3, 2025 - 8:05 pm

বান্দরবান প্রতিনিধি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হয়েছেন সাচিং প্রু জেরী।

সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল জানান, দেশের ২৩৭টি আসনে বিএনপির প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে, বাকি আসনগুলো ধীরে ধীরে ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, শরিক রাজনৈতিক দলগুলোর জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়লে বান্দরবানে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা জানান, সাচিং প্রু জেরী জেলার উন্নয়ন ও গণমানুষের পাশে থাকার কারণে তার জনপ্রিয়তা এখনো অটুট। স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, আসন্ন নির্বাচনে সাচিং প্রু জেরীর নেতৃত্বে বান্দরবানে বিএনপি একটি শক্তিশালী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে।