ঢাকা | নভেম্বর ২১, ২০২৫ - ৬:৪১ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবান-৩০০ আসনে প্রার্থী পরিবর্তনের দাবীতে আলীকদমে বিএনপির পদযাত্রা ও সমাবেশ

  • আপডেট: Friday, November 21, 2025 - 6:18 pm

নিজস্ব প্রতিবেদক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে পরিবর্তন করে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাকে ধানের শীর্ষ প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বান্দরবানের আলীকদম উপজেলায় বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা ও সমাবেশ করেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে আলীকদম উপজেলা বিএনপির আয়োজনে আলীকদম ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার এলাকায় গিয়ে সমবেত হয়।

পদযাত্রায় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলা সদস্য সচিব জাবেদ রেজার সমর্থকরা অংশ নেন। পরে আলীকদম বাজারে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা। এসময় বক্তারা বলেন, বান্দরবানে তরুণ ও যোগ্য প্রার্থী জাবেদ রেজাকে মনোনীত না করে একজন বয়স্ক ও বারবার জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থী এবং বর্তমান বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রুকে আগামী ত্রয়োদশ নির্বাচনে ৩০০নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। স্থানীয়দের চাওয়া ও পাওয়াকে উপেক্ষা করে এমন সিদ্ধান্তের কারণে বান্দরবানে বিএনপির আবারো পরাজয় হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এসময় তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে দল ও এলাকার স্বার্থে কাজ করে আসায় জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়াই তৃণমূলের দাবি।

নেতাকর্মীরা জানান, পাহাড়ি-বাঙালি সবার সম্মিলিত প্রত্যাশা—জনসম্পৃক্ত ও কর্মঠ, ত্যাগী নেতা জাবেদ রেজাকেই তারা আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে চান। শান্তিপূর্ণভাবে শেষ হওয়া কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাদের বার্তা পৌঁছাতে পেরেছেন বলেও তারা দাবি করেন।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ নং বান্দরবান আসনে সাচিং প্রুকে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।