ঢাকা | জানুয়ারী ৯, ২০২৬ - ৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম

বান্দরবান রুমায় শীতার্ত মানুষের মাঝে ৯ বিজিবির কম্বল বিতরণ

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 6:55 pm

নিজস্ব প্রতিবেদক।
বান্দরবানের রুমা উপজেলায় বসবাসরত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার-এর নেতৃত্বে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
০৬ জানুয়ারি (মঙ্গলবার) রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বেশ কয়েকটি গ্রামের শীতার্ত ২৫০ পরিবারের মাঝে সাঙ্গু কলেজের মাঠ প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার, অধিনায়ক, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। এছাড়া ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি, কোয়ার্টার মাস্টার, সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রুমা ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে গরিব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং সদরঘাট এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠান শেষে বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।