ঢাকা | আগস্ট ২৭, ২০২৫ - ৮:১১ অপরাহ্ন

শিরোনাম

রাজার সনদ বাতিল ও বাজারফান্ডের জমির লীজের মেয়াদ বাড়ানোর দাবিতে পিসিএনপি’র মানববন্ধন 

  • আপডেট: Tuesday, August 26, 2025 - 9:06 am

মোহাম্মদ আজিজ উল্লাহ,বান্দরবান।। পার্বত‍্য তিন জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ১০ বছর থেকে ৯৯ বছরে উন্নীত করা,বাজারফান্ড এর জায়গায় বন্ধ রাখা ব‍্যাংক ঋণ চালু করা, ৬১জেলার ন‍্যায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমি ব‍্যবস্থাপনা চালু করা, ব্রিকফিল্ড সমূহ চালু করা ও তথাকথিত রাজার সনদ বাতিলসহ বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করেছে পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ(পিসিএনপি) বান্দরবান পার্বত‍্য জেলা শাখা।

২৬ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ের মূল প্রবেশ পথে পার্বত‍্য চট্রগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

পিসিএনপি বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাও.আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

প্রধান অতিথির বক্তব‍্যে কাজী মোঃ মজিবর রহমান বলেন,সমতলের ন‍্যায় এখানে বাঙ্গালিরা জমি ক্রয় করতে পারেনা, জাতীয় পরিচয়পত্র থাকা সত্বেও রাজার সনদ নিতে হয়,ভূমি সংক্রান্ত চরম হয়রানি ইত‍্যাদি উল্লেখিত দাবি সমূহ সম্পূর্ণ যৌক্তিক।এক শ্রেণির স্বার্থন্বেষি মহল এসব বৈষম‍্যমূলক নিয়ম ও আইন প্রণয়ণ করে সমগ্র বাংলাদেশ তথা পার্বত‍্য চট্রগ্রামে বসবাসরত বাঙ্গালি জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক অধিকার থেকে চরমভাবে বঞ্চিত করেছে।ব্রিকফিল্ড বন্ধ করে দেয়াতে হাজার হাজার ব্রিকফিল্ড শ্রমিক বর্তমানে বেকার হয়ে পড়েছে ও মানবেতর জীবন যাপন করছে। তিনি জেলা প্রশাসকের মাধ‍্যমে রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষকে এইসব দাবি বাস্তবায়নের জোরালো আহবান করেন। দ্রুত এসব দাবি সমূহ বাস্তবায়ন না করা হলে অচিরেই কঠিন কর্মসূচীর ডাক দিবেন বলেও জেলা প্রশাসককে তিনি হুঁশিয়ারি দেন।

এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, পিসিএনপি জেলা সহ সভাপতি মোঃ নুরুল আলম, আব্দুস শুক্কুর, পিসিএনপি জেলা সেক্রেটারি ও জেলা পরিষদ সদস‍্য মোহাম্মদ নাছির উদ্দিন, যুগ্ন সা.সম্পাদক কাজী ইকবাল মাহমুদ, মোঃ শাহ জালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আবছার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ এনায়েত হোসেন স্বজল, পৌর সভাপতি শামছুল হক সামু, পৌর সেক্রেটারি মোঃ এরশাদ চৌধুরী,পিসিসিপি জেলা সভাপতি মোঃ আসিফ ইকবাল, পিসিসিপি সেক্রেটারি হাবিব আল মাহমুদসহ পিসিএনপি ও সহযোগি সংগঠণ সমূহের অন‍্যান‍্য নেতাকর্মী সাধারণ এলাকাবাসী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।