ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ২:০৩ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে ৮ দফা দাবিতে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক নাগরিক পরিষদের

  • আপডেট: Thursday, October 9, 2025 - 12:26 pm

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে ৮ দফা দাবির সমর্থনে আগামী ১৩ অক্টোবর (সোমবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবানের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান এ ঘোষণা দেন।

 

তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বাঙালি জনগোষ্ঠী নানা বৈষম্যের শিকার হয়ে আসছে এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। আমাদের সাংবিধানিক ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ৮ দফা দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে।”

 

হরতাল চলাকালীন সরকারি অফিস, আদালত, কলেজ, সরকারি কর্মকর্তাদের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবারের দোকান, ওষুধের দোকান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন এবং মিডিয়ার সংবাদ পরিবহন হরতালের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে কাজী মো. মজিবুর রহমান জানান, ব্রিটিশ প্রবর্তিত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল করে সংবিধান অনুযায়ী শাসনব্যবস্থা চালু করা, রাজের সনদ বাতিল করা, ৬১ জেলার মতো পার্বত্য এলাকায় জমি ক্রয়-বিক্রয়ের সুযোগ সৃষ্টি, বাজার ফান্ড প্লটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করা, এবং পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপন—এগুলো তাদের প্রধান দাবি।

 

এছাড়া তিনি তিন পার্বত্য জেলায় প্রত্যাহারকৃত ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন, সন্ত্রাস দমন, এবং শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও ব্যবসায় সমান সুযোগ নিশ্চিত করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির দফতর সম্পাদক মো. শাহজালাল, জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সেক্রেটারি মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।