বান্দরবানে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে র্যাব : মেজর মো. নাজমুল ইসলাম

বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান পার্বত্য জেলায় অপহরণ, চাঁদাবাজি ও মাদক নির্মূলে র্যাব নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম।
বুধবার (১ অক্টোবর) সকালে শহরের একটি আবাসিক হোটেলের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মেজর নাজমুল বলেন, “সমতলের তুলনায় পাহাড়ে কাজ করা অনেক বেশি কষ্টসাধ্য ও চ্যালেঞ্জিং। তবুও র্যাব সদস্যরা নিজেদের ঝুঁকি ও কষ্ট সহ্য করে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।”
তিনি অপহরণ ও চাঁদাবাজি প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত র্যাবকে জানাতে হবে। পাশাপাশি তিনি বান্দরবানে মাদক ও চোরাচালান প্রতিরোধে র্যাবের কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, এর মাধ্যমে পাহাড়ে নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন. এ জাকির, সাংবাদিক ইউনিয়ন বান্দরবান জেলা কমিটির সভাপতি এইচ. এম. সম্রাটসহ র্যাব সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।