বান্দরবানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ

মোহাম্মদ আজিজ উল্লাহ,বান্দরবান।।বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় বান্দরবান সদরের রাজার মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান জেলা আমির এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ,চট্রগ্রাম মহানগর জামায়াত আমীর ও মজলুম নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী,চট্রগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক,মাও. মোস্তাফিজুর রহমান,অধ্যাপক নুরুল আমিন,চট্রগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার,চট্রগ্রাম দক্ষিন জেলা আমির এড. আনোয়ারুল আলম চৌধুরী,কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নূর আহম্মদ আনোয়ারী,খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন,রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম,বান্দরবান নায়েবে আমীর এড.মুহাম্মদ আবুল কালাম।এছাড়াও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সকল উপজেলার নেতাকর্মীসহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,মানবতার মুক্তি ও কল্যাণ সাধনে বাংলাদেশ জামায়াতে ইসলামিক কাজ করছে।জামায়াত ইসলামীকে ক্ষমতায়ন করা হলে দেশের সকল ধর্মের নাগরিকের কৃস্টি-কালচার,ধর্মীয় স্বাধীনতাসহ সকল অধিকার শতভাগ নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করবে।বিগত ১৫ বছর যাবত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে বিভিন্ন ধরনের অবিচার ও ধ্বংসযজ্ঞ কার্যক্রম চালিয়েছে। অবশেষে সেই আওয়ামীলীগ সরকারকেই দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে।এছাড়াও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করাসহ বিভিন্ন গ্রহণযোগ্য বক্তব্য দেন।