ঢাকা | আগস্ট ১৫, ২০২৫ - ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

বান্দরবানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন 

  • আপডেট: Monday, August 11, 2025 - 2:49 pm

শাহজালাল, বান্দরবান।। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার বাহিনীর মহাপরিচালক নির্দেশনায় বান্দরবান জেলার সাতটি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে জেলা কমান্ড্যাট, উপপরিচালক, সার্কেল অ্যাডজুটান্ট, উপজেলা আভি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, উপজেলা প্রশিক্ষিকা, ভিডিপি দলনেতা-নেত্রী, হিল ভিডিপি, ব্যাটালিয়ন আনসার, মহিলা আনসার, আনসার কমান্ডারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই অভিযানের সূচনা করেন বাহিনীর মহাপরিচালক। বাহিনী প্রধানের নির্দেশনায় আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশব্যাপী চলবে এ বৃক্ষরোপণ অভিযান। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এছাড়া প্রতিটি রেঞ্জ, ব্যাটালিয়ন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীব বৈচিত্র্য রক্ষা পাবে। সবুজায়নের এই কার্যক্রম আনসার ও ভিডিপির সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।

প্রসঙ্গত, “বৃক্ষরোপণ অভিযান-২০২৫” পরিবেশগত কার্যক্রমের পাশাপাশি এটি এক মহৎ সামাজিক আন্দোলন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।