বান্দরবানে পুলিশ সুপারের পূজা মণ্ডপ পরিদর্শন

বান্দরবান প্রতিনিধি :বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) ২৭ সেপ্টেম্বর শনিবার জেলা সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় তিনি পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি মণ্ডপ এলাকায় চলমান নিরাপত্তা কার্যক্রম ঘুরে দেখেন এবং শৃঙ্খলাপূর্ণভাবে পূজা উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, “পূজার সময় সর্বস্তরের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে বান্দরবান জেলা পুলিশ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।”
পরিদর্শনকালে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সদর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।