বান্দরবানে দুর্গোৎসব উপলক্ষে প্রেসক্লাব ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

বান্দরবান প্রতিনিধি। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বান্দরবান প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ সভায় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বান্দরবান শহরের রাজার মাঠে এবারের দুর্গোৎসবকে আরো জাঁকজমকপূর্ণ, শান্তিপূর্ণ ও আনন্দঘন করে তুলতে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ কেন্দ্রীয় দুর্গোৎসব মণ্ডপ হিসেবে বান্দরবানের আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।
এসময় পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, শান্তি ও সম্প্রীতির জেলা বান্দরবান এবারও নতুন আঙ্গিকে সফলভাবে দুর্গোৎসব উদযাপন করবে।
মতবিনিময় সভা শেষে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা কেক কাটা হয় এবং বান্দরবান প্রেসক্লাবের পক্ষ থেকে জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির মাঝে সৌজন্য উপহার প্রদান করা হয়।
এ বছর বান্দরবানের ৩২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা সম্পন্ন হবে। বিজয়া দশমীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।