ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ২:১৫ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিলো পিসিসিপি 

  • আপডেট: Tuesday, August 19, 2025 - 5:05 pm

জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি।। বান্দরবানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

আজ মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা হলরুমে সংবর্ধনা ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম-২৫ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সরকারি কলজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পিসিসিপি বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবাল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, “এই সংবর্ধনা শুধু সম্মাননা নয় বরং ভবিষ্যতে আরো বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে। কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”

বিশেষ অতিথি মো. নাছির উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বর্তমান প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা দেশ ও সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

এসময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করে জানান, এ ধরনের সম্মাননা তাঁদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে।

পরে দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ হয়।