বাড্ডায় জমির সীমানা পিলারসহ কাঁটাতারের বেড়া ভাঙার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ ইউনিয়নের মাস্তল মৌজায় আলহাজ্ব এম এ খান বেলালের জমির সীমানা পিলার ও কাঁটাতারের বেড়া বুলডোজার দিয়ে ভাঙার অভিযোগ উঠেছে।
সরে জমিনে দেখা যায়, ৩০০ ফিট রাস্তার উত্তর পাশে আলহাজ্ব এম এ খান বেলালের ৪৫ দশমিক ছয় শতাংশ জায়গা দখলে আছে। ওই জায়গার সীমানা পিলারসহ কাঁটাতারের বেড়ার একপাশ ভাঙাচুরা অবস্থায় পরে আছে।
এদিকে জমির মালিক আলহাজ্ব এম খান বেলাল বলেন, আমি দীর্ঘদিন যাবত ৪৫.৬০ শতাংশ জমি ক্রয় সূত্রে ভোগদখল করে আসছ। হঠাৎ গত ১৯ এপ্রিল জমির কাছে গিয়ে দেখি সীমানা পিলার এবং কাঁটাতারে বেড়া একপাশ ভেঙে আছে। পরে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারি আমার পার্শ্ববর্তী বিসিএস( প্রশাসন) বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠান গ্রীন ভ্যালীর লোকজন বুলডোজার দিয়ে এগুলো ভেঙে ফেলেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনসহ অন্তবর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করি।
আলহাজ্ব এম এ খান বেলাল মস্তল মৌজায় যাদের কাছ থেকে জমি ক্রয় করেছে তারা হলেন-
দলিল গ্রহীতা – ১) নাবালক মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে কামাল হোসেন ২) নাবালক মো. ইউসুফ ওরফে মোহাম্মদ ইছর আলী, উভয়ের পিতা মৃত মোহাম্মদ হাকিম উদ্দিন। ৩) মোছাম্মৎ শায়েস্তা বেগম, স্বামী মৃত মোহাম্মদ হাকিম উদ্দিন, সর্ব সাকিন মস্ততল থানা- বাড্ডা, জেলা- ঢাকা।
এই নাবালকদেয়ের পক্ষে ঢাকা দ্বিতীয় সহকারী জজ ও পারিবারিক আইন মোতাবেক ৮৫/২০০০ নং মোকদ্দমা বলে নিযুক্তির অভিভাবিকা ও তস্য গর্ভধারিণী মাতা ৩ নং দলিল ধাত্রী মোসা. সায়েস্তা বেগম, স্বমী মৃত মোহাম্মদ হাকিম উদ্দিন, মৌজা- মাস্তল থানা-বাড্ডা।