ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ৮:২২ অপরাহ্ন

শিরোনাম

বাঙ্গালহালীয়তে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 6:02 pm

মোঃ সুমন খান, রাজস্থলী।
বাংলাদেশ জাতীয়তাবাদী রাজস্থলী উপজেলা ওলামা দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন রাজস্থলী উপজেলা ওলামা দলের সভাপতি কাজী মাওলানা আব্দুল হক।
এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, রাজস্থলী উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, রাজস্থলী উপজেলা বিএনপির সদস্য মোঃ আলাউদ্দিন মাঝি, রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম, রাজস্থলী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ ইদ্রিস, মোঃ মহিউদ্দিন এবং আজকের রাঙ্গুনিয়া নিউজের সম্পাদক মোঃ ইদ্রিসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত সকলে মরহুম নেত্রীর রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রগতির জন্য বিশেষ দোয়া করেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রনায়কত্ব, রাজনৈতিক জীবন এবং গণতান্ত্রিক সংগ্রামে তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এদিকে, গতকাল থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর রাজস্থলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন পাড়া-মহল্লা ও ওয়ার্ড থেকে সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় জমাতে থাকেন। নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাস্তাঘাট, চা-দোকান ও হোটেল-রেস্তোরাঁয় বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ চলছে।
প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর ছয়টার দিকে বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বাদ জোহর নামাজের পর প্রিয় নেত্রীকে অন্তিম শয্যায় দাফন করা হবে।