ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ১০:৫২ অপরাহ্ন

বাঙ্গরায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপডেট: Sunday, February 23, 2025 - 12:24 pm
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডাকাত দলের সদস্য মিন্টু কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্য মিন্টু (৪০) বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের গাংগেরকুট গ্রামের মোরশেদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিন্টুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা সহ ৩টি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।