বাঘাইছড়ি সাজেকে দুর্গম পাহাড়ে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বিজিবি
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক স্থানীয় গরিব ও হতদরিদ্র ৬০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দুর্গম পাহাড়ি বিওপির বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোঃ মশিউর রহমান কর্তৃক শিয়ালদহ পাড়া, জামপাড়াসহ মোট ৬০টি গরিব ও দুস্থ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, এই প্রচণ্ড শীতে অসহায় গরিব ও দুস্থদের চিন্তাভাবনায় এ কার্যক্রম করা হয়েছে। এই মানবিক সহায়তার কার্যক্রম সীমান্তের সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কাজ অব্যাহত থাকবে।
উক্ত শীতবস্ত্র পেয়ে শিয়ালদহ ও জামপাড়ার কারবারি ও বসবাসরত সকলে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











