বাঘাইছড়িতে ৫ দফা গণদাবিতে জামাতের বিক্ষোভ সমাবেশ

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাঘাইছড়ি উপজেলা শাখার জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ ঘটিকায় উপজেলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ করে চৌমুহনী চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা কবির আহম্মেদ, সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আবছার হোসেন ও পৌর বায়তুলমাল সম্পাদক মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি জাফর আহম্মেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ মশিউর রহমান, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ডাঃ সরদার আব্দুর রহিম, ইসলামী ছাত্র শিবির সভাপতি মোঃ ইউসুফ, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ।
সমাপনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহম্মেদ। বক্তারা বলেন, অবিলম্বে কেন্দ্র ঘোষিত ৫ দফা মেনে নিয়ে জাতীয় নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন।