ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৮:২৭ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে হাতপাখার গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 6:52 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জসিম উদ্দিন বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণা চালান।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বাঘাইছড়ি উপজেলার চৌমুহনী বাজার ও সাপ্তাহিক হাটবাজারে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেন।
প্রচারণাকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।