ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ১১:২০ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার ফুটবল প্রতীকের প্রচারণা

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 6:51 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী পহেল চাকমা বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বাঘাইছড়ি উপজেলার চৌমুহনী বাজার ও সাপ্তাহিক হাটবাজারে ফুটবল প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।
প্রচারণাকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় পহেল চাকমা এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগের মাধ্যমে নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দিতে তাঁর এই প্রচারণা ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে দাবি পহেল চাকমার।