বাঘাইছড়িতে স্টেপ হজ্ব কাফেলা’র আয়োজনে মতবিনিময় সভা
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
বাঘাইছড়িতে বিভিন্ন মসজিদের ইমাম, হুজুর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হজ্ব ও ওমরা সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্টেপ হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলস এর উদ্যোগে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্টেপ হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মডার্ন ট্রাভেলস এন্ড সার্ভিস এর চেয়ারম্যান আলহাজ্ব এম. এস. মিরাজ উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, জামায়াতের উপজেলা আমীর মাওলানা কবির আহমেদ।
এসময় মোঃ মনসুর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্টেপ হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলস এর বাঘাইছড়ির পরিচালক মোহাম্মদ হাবিব উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত বক্তারা কিভাবে হজ্ব ও ওমরা পালন করা হয় এবং নিয়মাবলি সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, এই এজেন্সি ব্যবসা নয়—সেবা হিসেবে কাজ করে।











