বাঘাইছড়িতে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
বাঘাইছড়িতে জমকালো আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে ‘রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে, আয়নামতি আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এসময় পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ নুর আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।
খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। সঞ্চালনায় ছিলেন পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখতে, মাদক থেকে দূরে রাখতে এবং ভ্রাতৃত্ববোধ বাড়াতে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এছাড়াও খেলা উপভোগ করার জন্য বিভিন্ন স্তরের ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।











