বাঘাইছড়িতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৫তম আবির্ভাব তিথি উদযাপন

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।। রাঙ্গামাটির বাঘাইছড়িতে ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৫তম আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মীয় আলোচনা, মাঙ্গলিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভগবত গীতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী শ্রী শ্রী লোকনাথ মন্দির ও অনাথ আশ্রম মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটি। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ত্রিদিব কান্তি দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, তিনি তার বক্তব্যে লোকনাথ ব্রহ্মচারীর মানবিক দর্শন ও সমাজকল্যাণমূলক আদর্শের প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মহিউদ্দিন এবং মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সকলেই লোকনাথ ব্রহ্মচারীর আদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা ও গীতাপাঠের মাধ্যমে লোকনাথ ব্রহ্মচারীর জীবনদর্শন ও মানবসেবার বার্তা তুলে ধরা হয়। স্থানীয় ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য ধর্মীয় মিলনমেলা।