বাঘাইছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাঘাইছড়ি প্রতিনিধি।। রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভাধীন ০১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া গ্রামে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধ পানিতে ডুবে মোঃ ইস্তিয়াক হোসেন সায়মন(১৩) নামে এক শিশু মৃত্যু বরণ করেছে।
বাড়ির পাশে জলাবদ্ধ পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর ঘন্টাখানেক খোজাখুজি করার পর উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা নীরিক্ষার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে, সায়মন একই গ্রামের বাসিন্দা শরিফ উদ্দিনের সন্তান, সে বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী মোঃ হেকমত আলী জানান, হঠাৎ সায়মনকে খোজাখুজি করছে তার পরিবার কিছুক্ষণ আগেই নাকি সাতার সেখার জন্য পানিতে নামে পরে আর তাকে খুজে পাওয়া যাচ্ছেনা, এমন কথা শুনে আমি পানিতে নেমে তাকে খোজা শুরু করি পরে আরেক প্রতিবেশী জাল মারে এবং সায়মন জালে আটকা পরলে তাকে তুলে নিয়ে আমরা হাসপাতালে যাই, হাসপাতালে চিকিৎসক বলেন প্রায় ঘন্টাখানেক সে মারা যায়।
উল্লেখ্য যে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট জলাবদ্ধ পানিতে প্রতি বছর অনেক শিশু মারা যাচ্ছে, এখনো প্রায় এক হাজার পরিবার পানিবন্দী রয়েছে যাদের প্রায় সব পরিবারেই শিশু রয়েছে প্রতিটি পরিবারই সব সময় আতঙ্কে থাকে তাদের সন্তানদের নিয়ে। কাপ্তাই হ্রদের পানি কমানোর দাবী বাঘাইছড়ির পানিবন্দীদের৷
স্থানীয় বাসিন্দা মো: রিপন বলেন বৃষ্টির হার কমে আসলেও আশানুরূপ ভাবে বন্যার পানি না কমার ফলে জমে থাকা পানিতে জীবনযাপন ব্যাহত হচ্ছে এবং শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দিন দিন বাড়ছে। খুবই কষ্ট ও জীবনের ঝুঁকি নিয়ে শিশু সহ সকল শ্রেণি পেশার মানুষ দৈনন্দিন কার্যক্রম করছে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে।