ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ৯:৩২ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 7:54 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে
মারিশ্যা ব্যাটালিয়ন(২৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বুধবার ২১ জানুয়ারি বিজিবি সদর দপ্তর এর নির্দেশনা অনুযায়ী মারিশ্যা জোন সদরে জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর নেতৃত্বে মারিশ্যা জোন সদর প্রশিক্ষণ মাঠে চূড়ান্ত মহড়া অনুশীলন অনুষ্ঠিত হয়।

মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যদের উদ্ভুত পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দলগত সমন্বয় ও পেশাগত দক্ষতার বাস্তব পরিস্থিতি যাচাই করা হয়। উল্লেখ্য যে, পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলনে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর উপস্থিত অফিসার, জুনিয়র কর্মকর্তা, পদবীধারী এবং বিভিন্ন পদবীর সদস্যগণ অংশগ্রহণ করেন।

এ সময়ে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সর্বদা প্রস্তুত রয়েছে।