বাঘাইছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

মো. মহিউদ্দিন,বাঘাইছড়ি প্রতিনিধি ।
সারা দেশের ন্যায় “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি পথচারীদেরও সচেতন হতে হবে। মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং নির্ধারিত নিরাপদ গতিতে যানবাহন চালানোর গুরুত্ব অপরিসীম।