বাঘাইছড়িতে জরাজীর্ণ আনসার ক্যাম্প নতুন করে সাজিয়েছেন মারিশ্যা জোন
বাঘাইছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।
২৪ পদাতিক ডিভিশনের অধীনে পার্বত্য অঞ্চলসমূহে অপারেশন উত্তরণ-এর আওতায় সকল আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
তারই ধারাবাহিকতায় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি-এর নির্দেশনা ও সেনা রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ির দিকনির্দেশনা মোতাবেক বরাদ্দকৃত অর্থ দ্বারা মারিশ্যা জোনের আওতাধীন মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ এবিএন)-এর উলুছড়ি আনসার ক্যাম্পের অত্যন্ত জরাজীর্ণ আবাসনগুলো সংস্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।
এ সময় মারিশ্যা জোনের সুবেদার মেজর, উলুছড়ি ক্যাম্প কমান্ডার ও ক্যাম্পে উপস্থিত সকল আনসার, পুলিশ সদস্যসহ আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্প উদ্বোধন শেষে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “জিওসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক উলুছড়ি আনসার ক্যাম্পের সকল স্থাপনা মেরামত/সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে এবং আমরা ভবিষ্যতেও মারিশ্যা জোনের আওতাধীন পিছিয়ে থাকা ক্যাম্পগুলো সংস্কার কার্যক্রমের মাধ্যমে আরও সুন্দর, বসবাসযোগ্য বাসস্থানে পরিণত করতে পারব, যেখান থেকে অভিযানিক এবং প্রশাসনিক কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “উলুছড়ি আনসার ক্যাম্পটি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সাথে একত্রে অপারেশনাল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”











