ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে গণভোট সংক্রান্ত মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 7:27 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ৩৭ নং আমতলী ইউনিয়নে গণভোট–২০২৬ নিয়ে জনসচেতনতামূলক মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান। সভায় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোটের গুরুত্ব ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং সাধারণ ভোটারদের অবহিত করেন।
এ সময় ৩৭ নং আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মুন্নী দত্ত, মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ মাঠ পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন লিফলেট ও নির্দেশিকা উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।