ঢাকা | ডিসেম্বর ১, ২০২৫ - ৮:১৪ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নিউ কুটুম বাড়ি রেস্তোরাঁ

  • আপডেট: Monday, December 1, 2025 - 7:03 pm

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথমবারের মতো শুভ উদ্বোধন হলো আধুনিক মানের নিউ কুটুম বাড়ি রেস্তোরাঁ।

গতকাল চৌমহনীস্থ কলেজ রোডে মদিনা মার্কেটের ২য় তলায় উক্ত রেস্তোরাঁর উদ্বোধন করা হয়।

এসময় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, জামায়াতের উপজেলা আমির মাওলানা কবির আহমেদ, জেলা সহ- কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী। উদ্বোধন শেষে কুটুম বাড়ি রেস্তোরাঁর পক্ষ থেকে প্রীতি ভোজের আয়োজন করা হয়।