বাঘাইছড়িতে অভিনব কৌশলে কাঠ পাচার কালে প্রায় ১২ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
বাঘাইছড়িতে অভিনব কৌশলে বাঁশের ভেলার নিচে ঝুলিয়ে কাচালং নদীতে কাঠ পাচারের সময় অভিযান চালিয়ে ৬০০ ঘনফুট বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত আড়াই ঘটিকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ টুকরো বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
এসময় ২৭ বিজিবি সহকারী পরিচালক মো: হাফিজুর রহমান সহ বনবিভাগ এর কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন ।
জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা বলে জানায় বিজিবি। কাঠ জব্দের বিষয়টি নিশ্চিত করে জোন কমান্ডার লে: কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন পাচাররোধ বিজিবি সবসময় তৎপর রয়েছে। চোরাচালান ঠেকাতে এমন অভিযান নিয়মিত অব্যহত থাকবে।











