বাগেরহাট তিন আসন পৃথককরণ ও চার আসন বিলুপ্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মো. সোহেল, মোংলা।। বাগেরহাট-০৩ আসনের মোংলা-রামপালকে ভেঙ্গে পৃথককরণ ও বাগেরহাট-০৪ আসনকে বিলুপ্তি ঘোষণার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর মার্কেট চত্বর থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি নেতা রুস্তুম আলী শেখ, বাবুল হোসেন রনি, পৌর বিএনপি নেতা খোরশেদ আলম, নাসির তালুকদার, গোলাম নুর জনি, জসিম উদ্দিন, কাজী ফারুক, আ. কাদের ও আব্দুস সালাম ব্যাপারী।
বক্তারা বলেন, ইসির এমন সিদ্ধান্ত মেনে নিবেনা মোংলা-রামপালবাসী। আমরা বাগেরহাট-০৪ আসন বহাল ও বাগেরহাট-০৩ আসন না ভেঙ্গে পূর্বের ন্যায় চাই। অন্যথায় বন্দরসহ শিল্পাঞ্চল অচল করে দেয়ার কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। ইসির এ ষড়যন্ত্র হলো নির্বাচনকে বিলম্বিত করার। আমরা দলমত নির্বিশেষে এ সিদ্ধান্ত বাতিলের দাবী জানাচ্ছি। এ ইস্যুতে শীঘ্রই আমরা কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দিবো।
উল্লেখ্য, বুধবার নির্বাচন কমিশন বাগেরহাট-০৩ আসন ভেঙ্গে পৃথককরণ ও বাগেরহাট-০৪ আসন বিলুপ্তি করে গাজীপুরে আরেকটি আসন বৃদ্ধির ঘোষণা দেয়। এতে ওইদিন বিকেল থেকেই ক্ষোভে ফেটে পড়েন বাগেরহাটবাসী। এ নিয়ে রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।