ঢাকা | অক্টোবর ২২, ২০২৫ - ৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম

বাগেরহাটে খালে ভেসে আসা নবজাতকের মরদেহ উদ্ধার

  • আপডেট: Friday, October 17, 2025 - 6:34 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। বাগেরহাটের মোংলা উপজেলায় খালে ভেসে আসা  অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার সকালে মোংলা মনপুরা খালের সেতুর নিচ স্থানীয় লোকজন নবজাতকের লাশটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। মোংলা থানা পুলিশ এসে লাশটি
উদ্ধার করে।
মোংলা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সকালে মোংলা মনপুরা খালের সেতুর নিচে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একইসঙ্গে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।