ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

বাগেরহাটে আসন বিলুপ্তি ও বিভাজনের প্রতিবাদে সর্বাত্মক অবরোধ

  • আপডেট: Thursday, August 21, 2025 - 2:50 pm
(স্টাফ রিপোর্টার) মোংলা ।। বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসনের বিলুপ্তিসহ আরেকটি আসন বিভাজনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক সর্বদলীয় অবরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বাগেরহাটে সর্বাত্মক সর্বদলীয় অবরোধ পালিত হচ্ছে।
বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক দল বাগেরহাটের কাটাখালী ও নওয়াপাড়া মোড়ে ব্যারিকেড বসিয়ে এই কর্মসূচি পালন করছে। এতে সাধারণ মানুষও অংশ নিয়েছেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া অবরোধ দুপুর ১টা পর্যন্ত চলে।
অবরোধের কারণে মোংলা-খুলনা-ঢাকা এবং বাগেরহাট-মাওয়া-ঢাকা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে রাস্তা জুড়ে দীর্ঘ যানবাহনের লাইন তৈরি হয়েছে।
গত ৩০ জুলাই নির্বাচনি কমিশন বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুরের একটি আসন বৃদ্ধি ও বাগেরহাট-৩ আসনকে বিভাজনের ঘোষণা দেয়। এরপর থেকে স্থানীয়রা এই সিদ্ধান্তের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে আসছেন। বৃহস্পতিবারের অবরোধ সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে।