ঢাকা | অক্টোবর ২৮, ২০২৫ - ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম

বাকলিয়ায় যুবদলের সংঘর্ষে ছাত্রদলকর্মী নিহত: পুলিশের ওপর দোষ দিলেন মেয়র শাহাদাত

  • আপডেট: Tuesday, October 28, 2025 - 6:51 pm

চট্টগ্রামের বাকলিয়ার এক্সেস রোড এলাকায় যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় পুলিশের ওপর দায় দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “কিছু ছেলে আমার কাছে এসেছিল। তারা বলছে, গণ্ডগোল হতে পারে, এখানে বেশ উত্তেজিত পরিবেশ। ঘটনার ঘণ্টাখানেক আগে আমি পুলিশ কমিশনারকে এক্সেস রোডের বিষয়টি জানিয়েছি এবং ওই ছেলেগুলোকে গ্রেপ্তার করতে বলেছি। আমি সম্পূর্ণ দোষ দেব বাকলিয়া থানাকে। তারা যদি সুনির্দিষ্ট এই ছেলেগুলোকে গ্রেপ্তার করে নিয়ে আসতো, তাহলে এই ঘটনা ঘটতো না।”

তিনি আরও বলেন, “বাকলিয়া থানার ওসিসহ যারা দায়িত্বে ছিলেন, তাদের গতিবিধি নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। বাকলিয়া থানার ওসিকে সপ্তাহ ১০ দিন আগে বলেছি— বোরহান, সোহেল এই ছেলেগুলোকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু আমার প্রশ্ন আছে, তারা আদৌ ভালোভাবে কাজ করছে কি না।”

মেয়র শাহাদাত অভিযোগ করেন, “আমার মনে হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে এই থানা চলছে। তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কমিশনারকে বলেছি। পুলিশ কমিশনার ওসিকে বলেছেন। কিন্তু কেন জানি ওসি তাদেরকে গ্রেপ্তার করছেন না। যদি আমার দলের কেউ তাদেরকে আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ওসিকে আমি নাম ধরে বলেছি— আজ মিডিয়ার সামনে বলছি।”

তিনি আরও বলেন, “১০–১২ দিন আগে তারা একটি ঘটনা ঘটিয়েছে। আমাদের যুবদলের ছেলেদের তারা আক্রমণ করেছিল। ওই সময় তাদেরকে থানায় নেওয়া হয়েছিল, পরে তারা জামিন নিয়ে বেরিয়েছে। ছেলেগুলো দীর্ঘদিন ধরে এই কাজগুলো করছে। সন্ত্রাসীদের কোনো দল নেই। আমি এই শহরকে নিরাপদ শহর হিসেবে দেখতে চাই। আমি চাই না এখানে সন্ত্রাসী-চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হোক।”

এর আগে সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে যুবদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় মো. সাজ্জাদ নামে এক ছাত্রদলকর্মী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।