ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৬ - ৪:৪১ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, পাল্টা দাবি কৃষকদল নেতার

  • আপডেট: Saturday, January 17, 2026 - 2:27 pm

মো. রিয়াজ (বাউফল) ।। পটুয়াখালীর বাউফলে জাতীয় দৈনিক মানবকথা–এর বাউফল উপজেলা প্রতিনিধি মো. আনিচুর রহমান (৪২)-এর ওপর এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। তিনি বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, থানার পূর্ব পাশে ইলিশ চত্বরের সামনে শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে আটটার সময় ফয়সাল জোমাদ্দার, এবং তার ছেলে অর্ক ও সূর্য নামের এক ব্যক্তি মো. আনিচুর রহমানের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনায় ভুক্তভোগী আনিচুর রহমান বলেন, ফয়সাল আমার কাছে নানাভাবে টাকা চায়। সেসহ তিনজনে আমাকে গুলি করার হুমকি দিয়েছে। আজ সকালে আমার ওপরে হামলা করেছে। আমি আইনগত ব্যবস্থা নেব।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বাউফল উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফয়সাল জোমাদ্দার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং আমার ছেলে অর্কের পটুয়াখালীতে পরীক্ষা চলছিল। সকালে পটুয়াখালী যাওয়ার পথে বাউফল ইলিশ চত্বরে আনিচুর আমার ছেলেকে হামলা করে। বিষয়টি থামাতে গেলে আমাকেও মারধর করা হয়।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মহল।