ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ৫:৪৬ অপরাহ্ন

বাউফলে ইরি-পোলাও ধানে সন্তোষজনক ফলন

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 3:43 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি: চলতি মৌসুমে ইরি ও পোলাও ধান চাষে সন্তোষজনক ফলন পাওয়ায় খুশি এলাকার কৃষকরা। অনুকূল আবহাওয়া, সময়মতো সার ও সেচ সুবিধা পাওয়ায় গত বছরের মতো এবারও ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন তারা।

 

স্থানীয় কৃষক রুবেল (৪২) জানান, গত বছর তিনি ৩০ শতাংশ জমিতে ইরি, পোলাও ও মোটা মোটা জাতের ধান আবাদ করে প্রায় ২৫ মণ ধান পেয়েছিলেন।