ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ২:০৫ অপরাহ্ন

বাউফলবাসীকে ভয়েজ ও ক্ষুদে বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ড.মাসুদ

  • আপডেট: Wednesday, March 26, 2025 - 2:38 pm

এনামুল হক এনা : বাউফলের তিন লাখের বেশি ভোটারকে মোবাইল ফোনে ভয়েস ম্যাসেজ ও খুদে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ বুধবার (২৬ মার্চ) থেকে তার জন্ম ভূমি বাউফলের ভোটারদের মোবাইল ফোনে তিনি এ বার্তা দেন । সংক্রিয় ভাবে ম্যাসেজ ও খুদে ম্যাসেজগুলো সংশ্লিষ্ট নম্বরে সেন্ড হচ্ছে।

ড. শফিকুল ইসলামের ভয়েস ম্যাসেজ পেয়েছেন বেশ কয়েকজন জানান, তাদের মোবাইলে কল আসার পর রিসিভ করে শুনতে পান, প্রিয় বাউফলবাসী, আসসালামু আলাইকুম। আমি ড. শফিকুল ইসলাম মাসুদ। আপনাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি“ ইদ মোবারক।”এ ম্যাসেজ পেয়ে তারা যেমনি আনন্দিত হয়েছেন। তেমনি আবেগ প্রবন হয়েও পরেন। কারণ এর আগে কোন নেতা বিশেষ কোন দিনে এরকম ভয়েস ম্যাসেজ দিয়ে শুভেচ্ছা জানায়নি।

ড. শফিকুল ইসলাম মাসুদের ঘনিষ্টজন হিসাবে পরিচিত আসাদুজ্জামান সোহাগ বলেন, ড. শফিকুল ইসলাম তার এলাকার মানুষককে হৃদয় দিয়ে ভালোবাসেন বলেই আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে ভয়েস ম্যাসেজ দিয়েছেন। তিনি আপদমস্তক নিজেকে একজন মানুষের সেবক হিসাবে মনে করেন। কোন মানুষের দুঃখ কষ্টের কথা শুনলে তার মন কাঁদে। বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে তিনি সাধ্যমত তাদের সহযোগিতা করার চেষ্টা করেন।

খুদে ম্যাসেজে ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বাউফলবাসীর জনসেবায় বিগত স্বৈরাচার হাসিনার আমলেও ব্যাপক কাজ করেছেন ড.মাসুদ। আওয়ামী ফ্যাসিবাদের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বাউফল উন্নয়ন ফোরামের এই প্রতিষ্ঠাতা সেবা পৌঁছে দিয়েছেন বাউফলের তৃণমূলের দোরগোড়ায়।