ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  • আপডেট: Thursday, September 25, 2025 - 11:02 am

ঢাবি সংবাদদাতা।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প প্রতিষ্ঠান বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ  বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কলেজের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গার্হস্থ্য অর্থনীতির ৫টি বিভাগের দুইটি বর্ষের ১০জন কৃতী শিক্ষার্থীকে ‘চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড’ এবং ৩জন কৃতী শিক্ষার্থীকে ‘অধ্যাপক হারুন কাদের মো. ইউসুফ’ বৃত্তি প্রদান করা হয়। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।