ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ২:১২ অপরাহ্ন

শিরোনাম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিন ব‍্যাটিং ব‍্যর্থতার পর বোলিংয়ে কিছুটা লড়াই

  • আপডেট: Monday, December 2, 2024 - 3:11 pm

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ স্টেট এ  সকালে প্রথম আধ ঘণ্টার চ‍্যালেঞ্জ ঠিকঠাক বাংলাদেশ ব‍্যাটিং এ সামাল দেওয়ার পর, দিক হারাল বাংলাদেশ।

জেডেন সিলস ও শামার জোসেফের দারুণ বোলিংয়ে গুটিয়ে গেল ১৬৪ রানে।

ব‍্যাটিং ধসের পর বোলিংয়ে কিছুটা লড়াইয়ের আভাস দিল বাংলাদেশ। উইকেটে বোলারদের জন‍্য থাকা সুবিধা কাজে লাগিয়ে কঠিন পরীক্ষায় ফেলল ক‍্যারিবিয়ান ব‍্যাটসম‍্যানদের। তবে নিতে পারল কেবল একটি উইকেট।

মেহেদী হাসান মিরাজের হাতে জীবন পেলেন ক্রেইগ ব্র‍্যাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক একবার বাঁচলেন রিভিউ নিয়ে। অসংখ‍্যবার একটুর জন‍্য ব‍্যাটের কানা নিল না বল।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৭০। ব্র‍্যাথওয়েট ১১৫ বলে তিন চারে ৩৩ রানে ব‍্যাট করছেন। কেসি কার্টি ৬০ বলে ১ চারে খেলছেন ১৯ রানে।

এখনও ৯৪ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

স‍্যাবাইনা পার্কের উইকেটে ধীরে ধীরে বোলারদের জন‍্য সুবিধা বাড়ছে। বড় হচ্ছে চিড়। চতুর্থ ও পঞ্চম দিনে ভীষণ কঠিন হতে পারে ব‍্যাটিং।

গতিময় সব ডেলিভারিতে ব‍্যাটসম‍্যানদের ভুগিয়েছেন নাহিদ রানা। আঁটসাঁট বোলিং করেছেন তাসকিন আহমেদ।

বিশাল টার্ন পেয়েছেন তাইজুল ইসলাম। দারুণ জায়গায় বোলিং করে, গতির বৈচিত্র‍্য ব‍্যবহার করে পরীক্ষা নিয়েছেন ব‍্যাটসম‍্যানদের। শেষ দিকে বোলিংয়ে এসে ভুগিয়েছেন মিরাজও।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৭ ওভারে ৭০/১ (ব্র‍্যাথওয়েট ৩৩*, লুই ১২, কার্টি ১৯*; হাসান ৭-২-১৮-০, তাসকিন ৮-৫-১১-০, নাহিদ ৯-০-২৮-১, তাইজুল ১০-৭-৭-০, মিরাজ ৩-১-২-০