ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৬ - ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম

বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

  • আপডেট: Monday, January 26, 2026 - 10:31 pm

স্পোর্টস ডেস্ক।। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার ভারত গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি জাতীয় দলকে। ফলে এবারের বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ।

দল ঘোষণার পাশাপাশি আইসিসির নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্বকাপ কাভারের জন্য এক্রিডিটেশন চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা। ভারত ও শ্রীলঙ্কায় গিয়ে মাঠ থেকে বিশ্বকাপের সংবাদ পরিবেশনের প্রস্তুতিও নিয়েছিলেন তারা।

কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় জল ঢেলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল সোমবার আইসিসি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের জানিয়ে দিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের কোনো এক্রিডিটেশন দেওয়া হচ্ছে না।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তাই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের মাঠে গিয়ে বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়ার সুযোগ নেই।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও এ বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত শুধু বাংলাদেশের খেলোয়াড়দের জন্যই নয়, দর্শক ও সাংবাদিকদের জন্যও নিরাপদ নয়।

সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ কেবল মাঠের বাইরেই নয়, সংবাদ পরিবেশনেও একপ্রকার বাইরে পড়ে গেল।