ঢাকা | নভেম্বর ২০, ২০২৫ - ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম

“বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা”-ড. আ ফ ম খালিদ হোসেন

  • আপডেট: Tuesday, September 23, 2025 - 1:42 pm

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।। ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাসের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন— “আমাদের দেশে ধর্ম-বর্ণ ও বিভিন্ন জাতিগোষ্ঠী দীর্ঘদিন ধরে সহাবস্থান করছে। এ ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য লালন করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে যাতে সম্প্রীতির বন্ধন বিনষ্ট না হয়।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় খাগড়াছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন আরও বলেন, “যাদের দ্বিতীয় ঠিকানা বিদেশে, তাদের দেশপ্রেমের ঘাটতি আছে। কিন্তু আমরা যারা এই দেশে আছি, আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ। আসুন, সবাই মিলে সৎ উপার্জন করি। যারা ধর্মীয় উপাসনালয়গুলো অপবিত্র করার চেষ্টা করবে, তাদের অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

তিনি জানান, দুর্গাপূজা উদযাপনের জন্য পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ৭৫ লাখ টাকা এবং সমতলের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কঠিন চীবর দান উৎসবের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি টাকা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল ও জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা সভায় অংশ নেন।

এর আগে প্রধান অতিথি মানিকছড়ি দারুল ইহসান মাদরাসায় সিরাতুন্নবী (সা.) সেমিনার ও দোয়া মাহফিলে যোগ দেন।