বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর বাড়ির উঠান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম বাঁশখালীতে নিখোঁজ হওয়ার ৩ দিন পর বাড়ির উঠানের গর্ত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই বৃদ্ধের নাম আশরাফ মিয়া ফকির (৬৫)। তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব টেমাপাড়ার মৃত ফরিদের ছেলে।
পুলিশ জানায়, তিনদিন ধরে আশরাফ মিয়া নিখোঁজ ছিলেন। রোববার সকালে বাড়ির উঠানের দক্ষিণ পাশে মাটি চাপা অবস্থায় মরদেহটির সন্ধান পায় পরিবার। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।











