ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ৯:৫১ অপরাহ্ন

শিরোনাম

বরকলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে লিফলেট বিতরণ

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 8:12 pm


বরকল প্রতিনিধি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বরকল উপজেলা ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা সদরে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও ৩ নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদল নেতা ও বরকল উপজেলা ছাত্রদলের সমন্বয়ক মোঃ ইমরান হোসেন ও নাসির উদ্দিন রেজা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম এবং সদস্য সচিব মোঃ সুমন মিয়া। সঞ্চালনা করেন শুভলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মিলন ও ভুষনছড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন। আলোচনা সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই। সভায় বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ কোবির হোসেন, ছাত্রনেতা মোঃ আমির, ফুল চান, সাইফুল ইসলাম, মানিকসহ আরও অনেকে। বক্তারা এলাকায় ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বরকল উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ছাত্রদলের নির্বাচনকালীন কর্মসূচি ঘোষণা করা হয়।