বন উজাড় ঠেকাতে পানছড়িতে ৩ বিজিবির সফল অভিযান
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শুকনাছড়ি এলাকা থেকে অবৈধভাবে কর্তন করা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) দুপুরে নায়েব সুবেদার মো. তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ টহল অভিযানে প্রায় ৬২.৪৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে টহল দলটি শুকনাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধভাবে কাটা মূল্যবান বনজ সম্পদ উদ্ধার করে। পরে জব্দকৃত সেগুন কাঠ আইনানুগ প্রক্রিয়ায় পানছড়ি বন বিভাগে হস্তান্তর করা হয়। বিষয়টি পানছড়ি বন বিভাগ অফিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।











