ঢাকা | জানুয়ারী ২৯, ২০২৫ - ৪:১২ পূর্বাহ্ন

বন্যার্তদের জন্য ফিল্ড হাসপাতাল বানাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  • আপডেট: Thursday, September 5, 2024 - 3:46 pm

নিজস্ব প্রতিবেদক।। নোয়াখালী ও ফেনীসহ এর আশপাশের ৫ জেলার বন্যাকবলিত মানুষের জন্য ২০০ বেডের ফিল্ড হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি।

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা জানান, বন্যাকবলিত এলাকার মানুষ পানিবাহিত রোগে আক্রন্ত হতে পারে এবং তা মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।

এসব হাসপাতালে এমআরআই, সিটিস্ক্যান ছাড়া সব ধরনের টেস্ট ও ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদাচ্ছির এসব তথ্য জানান।

প্রাথমিকভাবে জেলা সদরে এ সেবা চালু করার কথা জানায় স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটি। এ ছাড়া সারা দেশের সব বন্যাকবলিত মানুষকে চিকিৎসা সেবার আওতায় আনতে মেডিকেল যন্ত্রপাতির সহায়তা চান সমন্বয়করা।