ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ৯:৪০ অপরাহ্ন

শিরোনাম

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা চার দিন অতি ভারী বৃষ্টির শঙ্কা

  • আপডেট: Tuesday, November 4, 2025 - 5:49 pm

নিজস্ব প্রতিবেদক।

বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা চার দিন অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, লঘুচাপটি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে সরে মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

এ প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালী জেলায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এ ছাড়া কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল ও ভোলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বিডব্লিউওটি কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, টানা বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং এতে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।