ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১:০২ অপরাহ্ন

শিরোনাম

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে বৃষ্টির আভাস

  • আপডেট: Tuesday, September 30, 2025 - 5:24 pm

নিজস্ব প্রতিবেদক। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বহু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি বর্ষণও দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর অপেক্ষাকৃত দুর্বল অবস্থায় রয়েছে, তবে উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি সক্রিয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।