বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পদক পেলেন পারভীন
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা জেলার কৃতি সন্তান ও ভূমিষ্ট এনজিও-র নির্বাহী পরিচালক পারভীন আক্তারকে বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পদক দেওয়া হয়। গত ১০ ডিসেম্বর (রবিবার) সার্ক কালচারাল কাউন্সিলর অব বাংলাদেশ আয়োজনে ঢাকায় নিউ চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে অনারম্ভ এক অনুষ্ঠানের মাধ্যমে ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদ এর সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান উপস্থিত থেকে বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পদক পারভীন আক্তারের হাতে তুলে দেন। দীর্ঘদিন ধরে ভূমিষ্ট এনজিও-র মাধ্যমে সাতক্ষীরা জেলায় স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছেন এবং দারিদ্র্য নারীদের স্বাবলম্বী করার প্রচেষ্টায় সমাজ সেবায় স্বীকৃতি স্বরূপ এ পদক দেওয়া হয় বলে আয়োজক কমিটি জানান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বেঞ্জির আহমেদ এমপি।বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।